বড়লেখায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
July 26, 2016,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে উপজেলার ৪জন সফল মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়েছে। সোমবার ২৫ জুলাই দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সফল মৎস্য চাষী-মইনুল হোসেন, রিয়াজ উদ্দিন, পানিদার এগ্রো ফিসারিজ লি:, হাল্লা ভিসিককে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু ইউসুফের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, সফল মৎস চাষী রিয়াজ উদ্দিন, আব্দুর রহিম, মইনুল হোসেন প্রমুখ।
মন্তব্য করুন