বড়লেখায় জামায়াতে ইসলামীর নীরব কার্যক্রম : ফ্রি অক্সিজেন সেবা চালু

August 25, 2021,

আব্দুর রব: বড়লেখায় করোনাকালে অনেকটা নীরবে কার্যক্রম চালাচ্ছে জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় সংগঠনটি এবার করোনাক্রান্ত রোগীদের সেবায় ‘ফ্রি অক্সিজেন সার্ভিস’ চালু করেছে।
২৫ আগষ্ট বুধবার থেকে ২১ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে তাদের এই কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার কোথাও করোনা আক্রান্ত কারও শ্বাসকষ্ট দেখা দিলে তাদের ফোন করলেই পৌঁছে দেওয়া হবে অক্সিজেন সিলিন্ডার। এক্ষেত্রে অবশ্য নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে হবে। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ১০ হাজার মানুষের মাঝে মাস্ক বিতরণের পাশপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে সংগঠনটি। এ উপলক্ষে বুধবার বিকেলে পৌরশহরের একটি অস্থায়ী কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ এমাদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি ফয়ছল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি দেলোয়ার হোসেন জয়নুল ও আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, বায়তুলমাল স¤পাদক হেলাল উদ্দিন, কর্মপরিষদ ও শূরা সদস্য মাওলানা মুজাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও কোভিড-১৯ টিমের উপজেলা আহবায়ক মুহাম্মদ কামাল উদ্দিন, কাতার প্রবাসী মাওলানা লিয়াকত হোসেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com