বড়লেখায় টিলা কাটায় ২ ট্রাক্টও মালিকের ৩ লাখ টাকা জরিমানা

November 17, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় অবৈধভাবে টিলা কেটে মাটি পরিবহণের দায়ে দুই ট্রাক্টর মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৬ নভেম্বর সোমবার বিকেলে আদালত পরিচালনা করেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের জফরপুর গ্রামে প্রাকৃতিক টিলা কাটার গোপন সংবাদে ঘটনাস্থলে অভিযান চালান ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান। তিনি টিলা কেটে মাটি পরিবহণে নিয়োজিত দুইটি ট্রাক্টর আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ট্রাক্টর মালিকের বিরুদ্ধে দুইটি মামলায় প্রত্যেককে দেড় লাখ টাকা করে ৩ লাখ টাকা জরিমানা করেন। অভিযানে থানার উপ-পরিদর্শক আবু সাঈদের নেতৃত্বে একদল পুলিশ সহায়তা করেছে।
ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান সোমবার সন্ধ্যায় জানান, অবৈধভাবে টিলা কাটার প্রমাণ পাওয়ায় দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছেন। পাহাড়-টিলা কাটা বন্ধে প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com