বড়লেখায় টিলা কাটায় ২ ব্যক্তিকে জরিমানা : অবৈধ বালু জব্দ

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা প্রশাসন অবৈধভাবে টিলা কাটায় দুই ব্যক্তিকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে। অপরদিকে দেওছড়া বালু মহাল থেকে অবৈধভাবে উত্তোলন করা সাড়ে ৩শ’ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় পৃথক অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নুরী। এসময় পুলিশের কর্মকর্তা এসআই কৃষ্ণমোহন নাথ উপস্থিত ছিলেন।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের কেছরীগুল হাতি জালাই এলাকায় খাস ভুমির টিলা কেটে ঘর তৈরী করেন আকবর আলী ও বাবুল হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকবর আলীকে ১০ হাজার টাকা ও বাবুল হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নুরী। অপরদিকে তিনি দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের দেওছড়া থেকে অবৈধভাবে উত্তোলন করা সাড়ে ৩শ’ ঘনফুট বালু জব্দ করেছেন। এসময় বালু পাচারকারীরা পালিয়ে যায়।
সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নুরী জানান, পাহাড় টিলা কাটা নিষিদ্ধ স্বত্ত্বেও অনেকে টিলা কেটে বাড়িঘর নির্মাণ করছেন। টিলা কাটার অপরাধে দুই ব্যক্তিকে জরিমানা করেছেন এবং দেওছড়া থেকে জব্দ অবৈধ বালু স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় রেখেছেন।
মন্তব্য করুন