বড়লেখায় ডিজিটাল নিরাপত্তায় মেয়েদের সচেতনতা শীর্ষক প্রশিক্ষণ

October 10, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় জেলা পরিষদ অডিটোরিয়ামে ১০ অক্টোবর রোববার বিকেলে ‘ডিজিটাল নিরাপত্তায় মেয়েদের সচেতনতা’ শীর্ষক ব্যতিক্রমী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয়ের ৫ শতাধিক ছাত্রী অংশগ্রহণ করেছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন সিসিএ কার্যালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বড়লেখা ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও পৌর কাউন্সিলার রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় সাইভার সিকিউরিটি এওয়ারনেস বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন সিসিএ’র আইন কর্মকর্তা মো. খালেদ হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। মুল প্রবন্ধ পাঠ করেন লেখক ও সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, সাংবাদিক আব্দুর রব, ঈদগাহবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালা পরবর্তী কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ২০ জন ছাত্রীকে আয়োজকদের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com