বড়লেখায় নবীন এগ্রো ফুডের ব্রাঞ্চ অফিস উদ্বোধন

January 26, 2023,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার দাসেরবাজারে গুনগত মানসম্পন্ন পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে বৃহস্পতিবার ২৬ জানুয়ারি বিকেলে নবীন এগ্রো ফুড এন্ড বেভারেজ কোম্পানীর ব্রাঞ্চ অফিসের উদ্বোধন ও কোম্পানীর পঞ্চম বর্ষপূতি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দাসেরবাজারের তালেব আলী ম্যানশনে কোম্পানীর চতুর্থ ব্রাঞ্চ অফিস উদ্বোধনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম। আলোচনা সভার পর দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলনা সাইফুল ইসলাম।

কোম্পানীর ভাইস চেয়ারম্যান নাজিম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দাসেরবাজার ইউপি চেয়ারম্যান স্বপন চক্রবর্তী, নিজ বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, দাসেরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস, যুগান্তরের বড়লেখা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব, সাংবাদিক মস্তফা উদ্দিন, দাসেরবাজার বণিক সমিতির সভাপতি বাহার উদ্দিন, ইউপি সদস্য আব্দুর রহমান। এছাড়াও বক্তব্য দেন নবীন এগ্রো ফুডের ম্যানেজিং ডিরেক্টর কাজলী বেগম, দাসেরবাজার ব্রাঞ্চের ইনচার্জ শাহিনা বেগম, গ্রাহক জয়নাল আবেদিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com