বড়লেখায় নিসচা’র উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

January 21, 2023,

আব্দুর রব॥ বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’র (নিসচা) আয়োজনে শনিবার ২১ জানুয়ারি দুপুরে ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমেরিকা প্রবাসী সমাজসেবক আবু সায়েমের অর্থায়নে ১৫০ সুবিধা বঞ্চিত নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

নিসচা’র কেন্দ্রীয় সদস্য ও বড়লেখা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা। নিসচা’র উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আব্দুর রব, ট্রাফিক পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান, ইতালি প্রবাসী তরুণ সমাজসেবক সুলতান মাহমুদ, প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা কমিউনিট কামরুজ্জামান আজাদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনু, নাট্যব্যক্তিত্ব মোহাম্মদ হানিফ পারভেজ।

ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুভাশিস দে শুভ্র, সাংবাদিক সুলতান আহমদ খলিল, নিসচা বড়লেখার সহসভাপতি আব্দুল আজিজ, মানবসেবা সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শুভ,  ক্রিড়া ভাষ্যকার ইকবাল হোসাইন, সঙ্গীত শিক্ষক তপন চৌধুরী, কবির হোসেন, মোহাম্মদ তারেক হাসনাত, শরফ উদ্দিন, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন উত্তর বাজার শাখার সাধারণ সম্পাদক আলা উদ্দিন আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com