বড়লেখায় নিসচা’র প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্ততি সভা ও উদযাপন আহ্বায়ক কমিটি গঠন

আব্দুর রব॥ বড়লেখায় আগামী ১ ডিসেম্বর জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের উপজেলা শাখার উদ্যোগে শনিবার রাতে প্রস্ততি সভা ও উদযাপন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
নিসচা’র কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখের- সহ-সভাপতি আব্দুল আজিজ, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিরুল, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, অর্থ সম্পাদক মাওলানা মাসুম আহমেদ।
পরে আব্দুল আজিজকে আহ্বায়ক, গোলাম কিবরিয়াকে সদস্য সচিব, সিরাজুল ইসলাম শিরুল, আহমেদ নোমান ও নূরে আলম মোহনকে যুগ্ম-আহ্বায়ক করে ৯ সদস্যের মাসব্যাপি প্রতিষ্ঠা বার্ষিকী পালনের কর্মসূচি বাস্তবায়নের জন্য আহ্বায়ক কমিটি গঠিত হয়।
মন্তব্য করুন