মৌলভীবাজারের পৃথক ঘটনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

June 6, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের বড়লেখা ও কমলগঞ্জে পৃথক ঘটনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার ৬ জুন দূপুরে বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাঙ্গনে জমিতে কাজ করার সময় বজ্রপাতে আব্দুল মতিন নামে এক কৃষকের মৃত্যু হয়। অপর দিকে একই উপজেলার বর্ণি ইউনিয়নের কাজিরবন এলাকায় মাছ ধরতে গেলে বজ্রপাতে রুবেল মিয়া নামের আরো এক জনের মৃত্যু হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিনুল হক বিষয়ট নিশ্চিত করে জানান, খবর পেয়ে পৃথক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এছাড়াও বিকেলে জেলার কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের গুলের হাওরে বজ্রপাতে আব্দুল লতিফর নামের এক মাদ্রাসা ছাত্রে মৃত্যু হয়েছে।  এ বিষয়টি  নিশ্চিত করেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম মাহবুবুল আলম ভূঁইয়া।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com