বড়লেখায় প্রতিপক্ষের হামলায় স্কুল শিক্ষকসহ আহত ৫ থানায় অভিযোগ দেয়ায় হত্যার হুমকি

May 22, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আদালতের স্থিতাবস্থা জারিকৃত ভুমির গাছপালা কর্তন করে স্কুল শিক্ষকসহ ৫ ব্যক্তিকে পিটিয়ে আহত করেছে। এব্যাপারে থানায় অভিযোগ করায় হামলাকারীরা আহত স্কুল শিক্ষককে হত্যার হুমকি দিচ্ছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার মুড়িরগুল গ্রামের জমির আলীর ছেলে স্কুল শিক্ষক শফিকুল ইসলাম বাবুলের পরিবারের সাথে মৃত রশিদ আলীর ছেলে ইসলাম উদ্দিনের ভুমি সংক্রান্ত পূর্ববিরোধ চলছিল। এ সংক্রান্ত একটি মামলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে চলমান রয়েছে। আদালতের নির্দেশে পুলিশ বিরোধপূর্ণ ভুমির ওপর স্থিতাবস্থা জারি করে। কিন্তু গত শুক্রবার প্রতিপক্ষের ইসলাম উদ্দিন, ইমাম উদ্দিন, কাওছার আহমদ, শাকির আহমদ প্রমুখ স্থিতাবস্থা জারিকৃত ভুমির ব্যাপক গাছপালা কর্তনের পর দা, লাঠি নিয়ে স্কুল শিক্ষক শফিফুল ইসলাম বাবুলসহ তার পরিবারের সদস্যদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে স্কুল শিক্ষক শফিকুল ইসলাম বাবুল, রায়হান আহমদ, ছুপিয়া বেগম, শিরিন বেগম.ইমন আহমদ প্রমূখ গুরুতর আহত হন। স্বজন ও প্রতিবেশিরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত স্কুল শিক্ষক শফিকুল ইসলাম বাবলু জানান, সন্ত্রাসী হামলার ঘটনায় তিনি হামলাকারী ইসলাম উদ্দিনসহ ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পুলিশ অফিসার ঘটনা তদন্তে গেলে তারা ক্ষেপে যায়। মঙ্গলবার সন্ধ্যায় ইসলাম উদ্দিন গংরা মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিয়েছে।
অভিযোগের তদন্ত কর্মকর্তা থানার এসআই শরীফ উদ্দিন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আসামীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com