বড়লেখায় বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের আর্থিক অনুদান বিতরণ

আব্দুর রব॥ বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখার উদ্যোগে উপজেলার শতাধিক কারা নির্যাতিত ও হামলা-মামলার শিকার শতাধিক নেতাকর্মীর মাঝে নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। এছাড়া সংগঠনের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম ও শিক্ষা বিষয়ক সম্পাদক শাওন আহমদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার ২০ নভেম্বর দুপুরে পৌরশহরের একটি রেষ্টুরেন্ট হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপি’র সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু।
পৌর বিএনপির আহ্বায়ক মহাচ্ছান আহমদ বাদলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সহ-সভাপতি মইন উদ্দিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, উপজেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক আব্দুস শহীদ খান, জেলা বিএনপি’র সদস্য ইসলাম উদ্দিন, উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুছ স্বপন, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মীর মখলিছুর রহমান, সংবর্ধিত অতিথি বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখার সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক শাওন আহমদ প্রমুখ।
মন্তব্য করুন