বড়লেখায় বসতঘরের ওপর হেলে আছে পরিত্যক্ত বৈদ্যুতিকখুঁটি, দুর্ঘটনার আশংকা

August 11, 2021,

আব্দুর রব: বড়লেখা উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লারথল চা বাগান এলাকায় বিজিবি ক্যাম্প সংলগ্ন চা শ্রমিক হিমাংশু চন্দ্র দাসের বসতঘরের ওপর বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটির পাশেই দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে হেলে রয়েছে আরেকটি পরিত্যক্ত খুঁটি। যেকোন সময় পরিত্যক্ত খুঁটিটি বসতঘরে পড়ে মারাত্মক দুর্ঘটনার আশংকা রয়েছে।
সরেজমিনে জানা গেছে, উপজেলার পাল্লাথল চা বাগানের চা কারখানার সম্মুখে স্থানীয় এক চা শ্রমিকের বসতঘরের ওপর ঝুঁকিপূর্ণ একটি পরিত্যক্ত ভারী বৈদ্যুতিক খুঁটি গত চার বছর ধরে হেলানো অবস্থায় পড়ে রয়েছে। অল্প ঝড় বৃষ্টিতেই এটি ঘরের ওপর পড়ে বড়ধরণের দুর্ঘটনার আশংকা রয়েছে।
ভুক্তভোগী চা শ্রমিক হিমাংশু চন্দ্র দাস জানান, প্রায় ৪ বছর ধরে বিরাট আকারের বিদ্যুতের এ খুঁটিটি তার বসতঘরের ওপর হেলে আছে। স্থানীয় লাইনম্যানদের অনেকবার বললেও তা সরানো হয়নি। অল্প বাতাস আর ঝড়বৃষ্টি হলেই স্ত্রী-সন্তান নিয়ে আতংকে থাকেন কখন যানি খুঁটিটি পড়ে বসতঘর ভেঙ্গে যায়। খুঁটি পড়ে দুর্ঘটনার ভয়ে অনেক রাত না ঘুমিয়ে কাটিয়েছেন। অবশেষে এব্যাপারে তিনি সোমবার পল্লীবিদ্যুতের ডিজিএম বরাবরে লিখিত আবেদন করেছেন। তিনি ঝুঁকিপূর্ণ খুঁটিটি দ্রæত অপসারণের দাবী জানান।
বড়লেখা পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এমাজ উদ্দিন সরদার জানান, ঝুঁটিপূর্ণ পরিত্যক্ত খুঁটির বিষয়ে কেউ তাকে জানায়নি। মাত্র সোমবার সকালে তিনি বিষয়টি অবগত হয়েছেন। দ্রæত সময়ের মধ্যে তা সরানোর ব্যবস্থা নিবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com