বড়লেখায় বিদেশ পাঠানোর অর্থ আত্মসাতে ১ বছর কারাদ- ও ১ লাখ টাকা জরিমানা

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় বিদেশ নেয়ার নামে অর্থ আত্মসাৎ মামলার রায়ে সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালত এক আসামীকে ১ বছরের সশ্রম কারাদ- ও ১ লাখ টাকা জরিমানা প্রদান করেছেন। বৃহস্পতিবার ১৬ জুন জনাকীর্ণ আদালতে রায় ঘোষনা করেন সিনিয়র ম্যাজিস্ট্রেট হাসান জামান।
আদালত সুত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের রাজপুর গ্রামের ইরফান আলী ছেলে সুরুজ আলী ২০১২ সালে বড়াইল গ্রামের জেবুল আহমদকে ওমান নেয়ার জন্য ১ লাখ ৬০ হাজার টাকা গ্রহন করেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও সুরুজ আলী জেবুল অহমদকে বিদেশ না দিয়ে কালক্ষেপন করেন। পরবর্তীতে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করায় ভুক্তভোগী জেবুল আহমদ সুরুজ আলীকে প্রধান আসামী করে থানায় প্রতারণা মামলা (মামলা নং জি-আর-১৬৪/১২) দায়ের করেন। দীর্ঘ শুনাণী শেষে স্বাক্ষ্য প্রমানে অর্থ আত্মসাতের ঘটনা প্রমাণীত হওয়ায় বিজ্ঞ আদালত প্রতারক সুরুজ আলীকে ১ বছরের সশ্রম কারাদ- এবং ১ লাখ টাকা জরিমানা প্রদানের রায় ঘোষনা করেন। এসময় আসামী সুরুজ আলী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল চন্দ্র দত্ত আসামীর বিরুদ্ধে সশ্রম কারাদ- ও অর্থদ-ের রায় ঘোষনার সত্যতা স্বীকার করেন।
মন্তব্য করুন