বড়লেখায় বেতন বৃদ্ধি ও দূর্গা  পূজার আগে বোনাস পরিশোধের  দাবীতে চা শ্রমিকদের কর্মবিরতি

October 7, 2020,

আব্দুর রব॥ বড়লেখার বিভিন্ন চা বাগানের শ্রমিকরা বেতন (মজুরী) বৃদ্ধিসহ দূর্গাপুজার আগে বোনাস পরিশোধের দাবিতে ৭ অক্টোবর বুধবার দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে।

রাষ্টীয় মালিকানাধীন উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ, পাথারিয়া ও মোকাম চা বাগানের কয়েক হাজার চা শ্রমিক সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বাগানের অফিস ও কারখানার সম্মুখে কর্মবিরতি সমাবেশ করেছে। পাথারিয়া চা বাগান অফিসের সামনে অনুষ্ঠিত কর্মবিরতি সমাবেশে বক্তব্য রাখেন চা শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি মোহন লাল রিকমুন, সহসভাপতি অরুনা গোয়ালা, সাধারণ সম্পাদক জয় বোনার্জি, কোষাধ্যক্ষ মো. আসাদ আলী প্রমূখ। বক্তারা বলেন, প্রায় ২ বছর আগে মালিক পক্ষের সাথে বৈঠকে ৩শ’ টাকা মজুরী দাবি করা হয়। আশ্বাস দেয়ার দীর্ঘদিন পরও ১২০ টাকা হারে মজুরী দেয়া হচ্ছে। দূর্গাপূজার আগেই চা শ্রমিকদের নতুন মুজুরীসহ বেতন কাঠামো বাস্তবায়ন ও বোনাস প্রদানের দাবী জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com