বড়লেখায় ভুমিসেবা সপ্তাহে উপহারের ঘরপ্রাপ্ত ১৬ পরিবারকে দলিল ও চাবি হস্তান্তর

May 22, 2022,

আব্দুর রব॥ বড়লেখায় মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন ১৬টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের পাকাঘর দেয়া হয়েছে। ভুমিসেবা সপ্তাহে ২২ মে রোববার বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এসব পরিবারগুলোকে জমির সনদ ও ঘরের চাবি বুঝিয়ে দেয়া হয়েছে।

এ উপলক্ষে বড়লেখা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, বড়লেখা সদর ইউপি  চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com