বড়লেখায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ প্রতিষ্ঠানে জরিমানা
বিশেষ প্রতিনিধি॥ বড়লেখা উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৬ প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা করেছেন। ২৭ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার চান্দগ্রাম ও বড়লেখা সদরের হাজীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চান্দগ্রাম বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ওজনে কম দেওয়ার অপরাধে মাংস বিক্রেতা হেলাল আহমদকে ৫ হাজার টাকা, মোটরযান আইনে সিএনজি চালিত আটোরিক্সার ড্রাইবার সোহেল আহমদকে ১ হাজার টাকা, মাহা জামাল ভ্যারাইটিজ ষ্টোরকে ভেজাল খাবার লবণ বিক্রির দায়ে ২ হাজার টাকা, মতলিব ভ্যারাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা, খাবার অপরিছন্নভাবে থাকার অভিযোগে গাউছিয়া রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও বড়লেখা সদরে এসএ ট্রেডার্সকে ভেজাল খাবার লবণ বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মন্তব্য করুন