বড়লেখায় শস্য কর্তন মাঠ  দিবস ও আলোচনা সভা

November 16, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে নবান্ন উপলক্ষে উপজেলার মুছেগুল গ্রামের কামারবন্দে কমিউনিটি (রোপা আমন) বীজ উৎপাদন প্রদর্শনীতে শস্য কর্তন ও মাঠ দিবস পালিত হয়। পরে আদর্শ কৃষক নুর উদ্দিনের বাড়িতে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকারের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলাশ দত্তের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল লতিফ, পৌর কাউন্সিলার আলী আহমদ চৌধুরী জাহিদ, রেজাউল করিম, সাংবাদিক আব্দুর রব, আদর্শ কৃষক নুর উদ্দিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম হোসেন ও সাফারুন বেগম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com