বড়লেখায় সওজ’র ভুমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
June 16, 2016,
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা-কুলাউড়া সিএন্ডবি সড়কের দক্ষিণভাগ বাজারের সওজ’র ভুমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ১৫ জুন বুধবার বিকেলে পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে পুলিশ, বিজিবি’র যৌথ টাস্কফোর্স বাজারের শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়। এসময় সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন জানান, সড়কের ভুমি দখল করে যত্রতত্র অবৈধ স্থাপনা নির্মাণ করে রাখায় যানবাহন চলাচলে ব্যাঘাত ও প্রায়ই দুর্ঘটনা ঘটতো। অবৈধ টং দোকানে বসে বখাটেরা স্কুল, কলেজগামী ছাত্রীদের নানাভাবে উত্যক্ত করতো। এসব নানা অভিযোগে জেলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
মন্তব্য করুন