বড়লেখায় সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় শিক্ষককে সংবর্ধনা

November 27, 2022,

বড়লেখা প্রতিনিধি॥ দেলওয়ার হোসেন চৌধুরী ইমন বয়সে তরুণ হলেও তিনি একজন মানুষ গড়ার কারিগর। তিনি শিক্ষার্থীদর মাঝে জ্ঞানের আলো ছড়ানেরা পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। শিক্ষক ইমনের মতো সবাই যদি এভাবে স্ব স্ব অবস্থান থেকে এলাকার উন্নয়নে কাজ করেন তাহলে সমাজ বদলে যাবে, দেশ এগিয়ে যাবে।

এক্ষেত্রে ইচ্ছা থাকতে হয়। শিক্ষক ইমনের ইচ্ছা আছে বলেই তিনি শিক্ষকতার পাশাপাশি কাঠালতলী সমাজকল্যাণ পরিষদ প্রতিষ্ঠাতা করে একঝাঁক সৃজনশীল তরুণকে নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক কাজ করছেন। যা এখনও অব্যাহত আছে।

বক্তারা তরুণদের শিক্ষক ইমনকে অনুসরণ করার আহ্বান জানিয়ে বলেন, ভালো মানুষ হিসেবে জীবন গড়তে হতে হলে সমাজের ভালো মানুষের দেখানো পথ অনুসরণ করতে হবে। তবেই ভালো মানুষ হওয়া যাবে। জীবন আলোকিত হবে। এসময় বক্তারা শিক্ষক ইমনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের সমাজসেবী সংগঠন কাঠালতলী সমাজকল্যাণ পরিষদেও সাবেক সভাপতি শিক্ষক দেলওয়ার হোসেন চৌধুরী ইমনকে দেওয়া এক সংবর্ধনা সভায় বক্তারা এসব কথা বলেন। শনিবার ২৬ নভেম্বর বিকেলে কাঠালতলী সমাজকল্যাণ পরিষদ এই সংবর্ধনার আয়োজন করে। সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন।

বিশেষ অতিথি অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাসনা, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান এনাম উদ্দিন, কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছয়ফুল হক, সংগঠনের পরামর্শক নাজিম উদ্দিন।

এতে সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল সাজুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক হামিদ হোসেন আজাদের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক কাওসার  আহমেদ রনি, সাঈদ আহমদ, সহসভাপতি সাব্বির আহমদ, অর্থসম্পাদক মো. আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক মো: মোর্শেদ আলম, আলী হায়দার মুন্না, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাবের আহমদ, প্রচার সম্পাদক ইকবাল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল আরিফ, সমাজ কল্যাণ সম্পাদক হোসেন আহমদ জীবন, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ ইমরান, পাঠাগার সম্পাদক আব্দুস সামাদ আজাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com