বড়লেখায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও বর্তমান প্রেক্ষাপটে শিক্ষক সমাজের করণীয়’ শীর্ষক সভা

October 23, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও বর্তমান প্রেক্ষাপটে শিক্ষক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনা সভা ২২ অক্টোবর শুক্রবার বিকেলে পৌর শহরের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি উপজেলা শাখা এই সভার আয়োজন করে।
সমিতির জ্যেষ্ঠ সহ সভাপতি শুভাশিষ দে শুভ্র’র সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মো. বদরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সরকারি শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মঞ্জু লাল দে, বড়লেখা উপজেলা শাখার স¤পাদক মীর মুহিবুর রহমান, প্রধান শিক্ষক সমিতি উপজেলা শাখার স¤পাদক স্বপন কুমার চৌধুরী, সহ-সভাপতি ও শিক্ষা কমিটির সদস্য বদরুল হোসেন, সাংগঠনিক স¤পাদক ও উপজেলা স্কাউটসের যুগ্ম স¤পাদক নাজিম উদ্দিন, সহকারী শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম, শিক্ষক নেত্রী অঞ্জনা রানী দে, সহকারী শিক্ষক সমিতি উপজেলা শাখার জ্যেষ্ঠ যুগ্ম স¤পাদক মানিক দেব নাথ, সাংগঠনিক স¤পাদক সঞ্জিত নাথ, মনির উদ্দিন, আতাউর রহমান শামীম, অর্থ স¤পাদক জাকির হোসেন, মহিলা বিষয়ক স¤পাদক সুমিতা চক্রবর্ত্তী, সাহিত্য বিষয়ক স¤পাদক কবি মৃণাল কান্তি দাস। এসময় বক্তারা সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির উৎকর্ষ সাধনে বিদ্যালয় পর্যায়ে নৈতিক ও মানবিক শিক্ষা প্রদান এবং বহুমুখী শিক্ষা কার্যক্রমের পরিবর্তে একমুখী শিক্ষা কার্যক্রম পরিচালনার জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com