বড়লেখায় সাড়ে ৭ বছর পর উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন

October 22, 2021,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা জাতীয় পার্টির (এরশাদ) দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। প্রায় সাড়ে ৭ বছর পর অনুষ্ঠিত সম্মেলনে উপজেলার ১০ ইউনিয়ন ও ১টি পৌরসভার জাপার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও জাপা সমর্থকরা অংশগ্রহণ করেন।
দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০১৪ সালের ২০ জুন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বড়লেখা সদর ইউনিয়নে অনুষ্টিত সম্মেলনে সর্বসম্মতিতে অ্যাডভোকেট আফজল হোসেনকে সভাপতি, আমিনুল ইসলাম সিপারকে সাধারণ সম্পাদক ও বাবরুল হোসেন রিয়াজকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যের উপজেলা জাতীয় পার্টির পুর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক সুনাম উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব বাবরুল হোসেন রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রিয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম, সদস্য সচিব মো. কামাল হোসেন, কেন্দ্রিয় জাপার সাবেক সদস্য আহমেদ রিয়াজ, জাতীয় পার্টির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উসমান আলী। এছাড়াও বক্তব্য দেন কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মুবশ্বির আলী, সদস্য সচিব আশরাফ উদ্দিন, জুড়ী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক সুলতান আহমদ চৌধুরী, বড়লেখা উপজেলা জাপা নেতা সোলেমান আহমদ, মীর মুজিবুর রহমান, উপজেলা মহিলা জাতীয় পার্টির আহ্বায়ক রোকশানা বেগম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com