বড়লেখায় স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদাসহ ১১তম  গ্রেডের দাবিতে স্মারকলিপি

October 30, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় টেকনিক্যাল পদমর্যাদাসহ ১১তম গ্রেডের দাবিতে কেন্দ্রীয় হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কর্মসূচি মোতাবেক ২৯ অক্টোবর বৃহস্পতিবার বড়লেখা শাখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বড়লেখা শাখার সহ সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক বিকাশ দাসের নেতৃত্বে স্বাস্থহ্য সহকারীরা বড়লেখা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাসের কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় স্বাস্থ্য সহকারী আলম হোসেন, শংকর দাস, লাকী রানী দাস, দীপংকর দাস, মামুনুর রশীদ, রাজেশ নাথ প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বড়লেখা শাখার  সাধারণ সম্পাদক বিকাশ দাস জানান, ১৯৯৮ সালে প্রধান মন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সহকারীদেও বেতন বৈষম নিরসনের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। ২০১৮ সালে স্বাস্থ্য মন্ত্রী স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদাসহ ১১তম গ্রেডের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিলেও অদ্যাবধি বাস্তবায়ন না হওয়ায় কেন্দ্রীয় হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ আসন্ন হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন বন্ধের ঘোষণা দিয়ে নভেম্বর মাসের ২৬ তারিখ থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই বন্ধ করার ঘোষণা দিয়েছন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com