বড়লেখায় ১০০ মুক্তিযোদ্ধাকে লন্ডন প্রবাসী জুমনের খাদ্যসামগ্রী বিতরণ

May 10, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় ঈদ উপহার হিসেবে লন্ডন প্রবাসী জাকির হোসেন জুমনের উদ্যোগে ১০০ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে প্রত্যেককে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ৩ কেজি পিঁয়াজ, ২ কেজি ডাল, ১ লিটার তেল ও ১ প্যাকেট সেমাই বিতরণ করা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সিরাজ উদ্দিন। সন্তান কমান্ডের সদস্য সচিব শুভাশিষ দে শুভ্রর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, এখলাছুর রহমান, ফনি চন্দ্র শীল, কলেজ শিক্ষক বদরুল ইসলাম মনু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ বাদশা, ছাত্রলীগ নেতা ছিদ্রাতুল কাদের আবির প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com