বড়লেখায় ২১ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

August 4, 2022,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা পরিষদ সংলগ্ন আঞ্চলিক মহাসড়কে হেলমেটহীন, লাইসেন্স বিহীন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ২১ মোটরসাইকেল আরোহীকে ১৭ হাজার ৭শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে মোটরযান আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় থানা পুলিশ আদালতকে সহযোগিতা করে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান, দন্ডিত মোটরসাইকেল আরোহীদের মাথায় হেলমেট ব্যবহারসহ হালনাগাদকৃত সংশ্লিষ্ট ডকুমেন্টস নিয়ে রাস্তায় বের হওয়ার জন্য তাদেরকে পরামর্শ দেয়া হয়। প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com