বড়লেখা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা

November 1, 2022,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা ১ নভেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন সিএনআরএস-এর সূচনা প্রকল্পের পুষ্টি কর্মকর্তা উসমান গনি সিদ্দিকী।

ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রতœদ্বীপ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পুষ্টি সচেতনতা বিষয়ে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদুয়ালুন হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, সি.এন.আর.এস-এর উপজেলা সমন্বয়কারী মোবারক হোসেন চৌধুরী, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, উপ-সহকারী উদ্ভিদ কর্মকর্তা পরিমল চন্দ্র সরকার, মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক অসীম চক্রবর্তী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com