বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র ৫ম বর্ষপুর্তিতে আলোচনা সভা

July 31, 2022,

আব্দুর রব॥ বড়লেখা ফাউন্ডেশন ইউ.কে’র ৫ম বর্ষপুর্তি উদযাপন উপলক্ষে শনিবার দুপুরে বড়লেখা পৌরশহরে একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সভাপতি শাহীন ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেন, সরকারের পাশাপাশি দেশের উন্নয়নে সামাজিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষ করে বড়লেখা ইউ.কে ফাউন্ডেশন বড়লেখার দরিদ্র মানুষের বসতঘর নির্মাণ, ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে দীর্ঘদিন ধরে ভুমিকা রেখে চলেছে। সাম্প্রতিক বন্যায়ও তারা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে, ত্রাণ বিতরণ করেছে।
বড়লেখা ইউ.কে ফাউন্ডেশনের ট্রেজারার নাজমুল ইসলাম ও শিক্ষক এমদাদুল ইসলাম চৌধুরী শিমুলের যৌথ সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, বড়লেখা ইউ.কে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লন্ডনের টাওয়ার হেমলেট সিটির কাউন্সিলার আতাউর রহমান, বড়লেখা প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, প্রভাষক এমএ হাসান, শামীম আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com