বড়লেখা সিনিয়র জুডিশিয়াল  ম্যাজিস্ট্রেট আদালত চত্ত্বরে  চারা রোপন কর্মসূচির উদ্বোধন

December 2, 2021,

আব্দুর রব॥ বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার বড়লেখা আদালত থেকে বদলি উপলক্ষে আদালত চত্ত্বরে অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা রোপনের উদ্যোগ গ্রহণ করেন। ২ ডিসেম্বর বৃহস্পতিবার তাঁর শেষ কর্মদিবসের সকালে আদালত চত্ত্বরের পতিত ভুমিতে কাঁঠাল ও পেয়ারা গাছের চারা রোপনের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। উল্লেখ্য বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার প্রায় ৩ বছর অত্র আদালতে সফলতার সাথে বিচারিক দায়িত্ব পালন শেষে ঢাকা জেলা জজশীপে সহকারি জজ হিসেবে পদায়ন হয়েছেন।

বৃক্ষের চারা রোপন কর্মসূচির উদ্বোধন কালে আদালতের সহকারি আইন কর্মকর্তা অ্যাডভোকেট গোপাল দত্ত, সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট হারুন অর রশীদ, অ্যাডভোকেট সুব্রত কুমার দত্ত, সাংবাদিক আব্দুর রব প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com