ভারতীয় ভ্যারিয়েন্ট কোভিড-১৯ প্রতিরোধের লক্ষ্যে অনলাইনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

May 10, 2021,

স্টাফ রিপোর্টার॥ ভারতীয় ভ্যারিয়েন্ট কোভিড-১৯ এর প্রতিরোধ করার লক্ষ্যে ১০ মে সোমবার অনলাইনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক এর সভাপতিত্ব সভায় মৌলভীবাজার প্রান্তে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
সভায় কন্ট্রাক্ট ট্রেসিং, কোভিড-১৯ পরীক্ষা, ল্যাব সংক্রান্ত তথ্য, জেনোম সিকোয়েন্সিং এবং কোয়ারেন্টাইন সম্পর্কিত তথ্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। অনলাইন প্লাটফর্মে আয়োজিত এ সভায় সংযুক্ত ছিলেন সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়,
সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনার ও ডিআইজিগণ, অতিরিক্ত সচিব (হাসপাতাল ও জনস্বাস্থ্য) , স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন/পরিকলপনা ও উন্নয়ন) স্বাস্থ্য অধিদপ্তর, সংশ্লিষ্ট সকল জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারগণ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com