ভারত থেকে আসার দুই সপ্তাহ পর বাসা লকডাউন!

স্টাফ রিপোর্টার॥ ভারতের গোয়াহাটি থেকে ঈদের প্রায় এক সপ্তাহ আগে কুলাউড়ার পৌর শহরের নিজ বাসায় আসেন এক ব্যক্তি (৪০)। প্রায় দুই সপ্তাহ পর বৃহস্পতিবার ২০ মে বিষয়টি উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানতে পেরে ওই ভারত ফেরত ব্যক্তির বাসা লকডাউন করেছে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আকতার বলেন, ‘ভারতের গোয়াহাটি থেকে পৌর শহরের আবাসিক এলাকায় এক ব্যক্তি কয়েকদিন আগে এসেছিলেন। কিন্তু ওই ব্যক্তি আমাদেরকে অবগত করেন নি। বিষয়টি আমরা জানতে পেরে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ওই প্রবাসীর বাসা লকডাউন করা হয়েছে। শনিবার তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হবে। করোনা টেস্টের রিপোর্ট পেলে জানা যাবে তিনি করোনা পজিটিভ কিনা এবং যদি পজেটিভ হোন তাহলে তার শরীরে ভারতীয় ভেরিয়েন্ট করোনা ভাইরাস রয়েছে কিনা সে বষিয়ে নিশ্চিত হওয়া যাবে।’
তবে ভারত ফেরত ওই ব্যক্তি ছোট ভাই শান্তনু দাসের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার ভাই ভারতের গোয়াহাটিতে থাকেন। সেখান থেকে এসে ঢাকায় ১৪ দিন কোয়ারেন্টিনে ছিলেন। এরপর তিনি কুলাউড়ায় এসেছেন।’
এদিকে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, প্রায় তিন সপ্তাহ আগে ভারত থেকে আসা উপজেলার নাছনী গ্রামে এক বাসিন্দার করোনা পজিটিভ ধরা পড়ে সিলেটে। এরপর থেকে ওই ব্যাক্তি সিলেটের একটি হাসপাতালে চিকিসাধীন রয়েছেন।
মন্তব্য করুন