(ভিডিওসহ) কুলাউড়ায় নবাব বাড়িতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত
August 31, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশা নবাব বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্যদিয়ে পবিত্র আশুরা পালিত হয়েছে।
রোববার ৩০ আগষ্ট বিকেল সাড়ে তিনটায় শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলটি বাড়ির পাশে একটি ময়দান হয়ে ইমামবাড়ায় এসে ছুরি মাতমের মাধ্যমে শেষ হয়।
চারশত বৎসরের পূরনো ঐতিহ্যকে ধরে রেখে পৃথিমপাশার নবাব পরিবার মোতাওয়াল্লি সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান এর নেতৃত্বে এলাকার শিয়া সম্প্রদায়ের শতাধিক লোক সহ ছুন্নী সম্প্রদায়ের লোকদের আশুরায় ছুরি মাতম করতে দেখা যায়। করোনা ভাইরাসের কারনে মিছিলসহ অন্যান্য অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে করা হয়।
মন্তব্য করুন