(ভিডিওসহ) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে

January 6, 2024,

স্টাফ রিপোর্টার॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে ৪টি আসনে ৫৪৯টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। জেলা নির্বাচন কার্যালয় থেকে ৬ জানুয়ারী দুপুর ১টায় এই কার্যক্রম শুরু হয়। প্রিজাইডিং কর্মকর্তা ও ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা এসব সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। শুধু ব্যালট পেপার সকালে কেন্দ্রে পৌছাবে। ৪টি আসনে মোট ভোটার রয়েছেন ১৫ লক্ষ ১৬ হাজার ৫‘শ ৯৬ জন। মোট ভোট কক্ষ রয়েছে ৩ হাজার ৩‘শ ৫টি।
আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এক্সিকিউটিং ম্যাজিস্ট্রেট,জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র‌্যাব ৪টি টহল টিম আসন ভিত্তিক, সেনাবাহিনী-৫৭৫ জন, বিজিবি-৪৬ ও বিজিবি-৫২ মিলে ২০ প্ল্যাটুন, আনসার ব্যাটালিয়ন-৮টি টীম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-২৭ জন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৮জন, ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি-৪ জন।
এছাড়াও প্রতিটি ভোট কেন্দ্রে ২ জন করে পুলিশ সদস্য ও ১২ জন আনসার সদস্য মোতায়েনসহ জেলা পুলিশের অধীনে মোবাইল স্ট্রাইকিং ও স্ট্যান্ডবাই টিম মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com