ভুয়া হজ্জ্ব এজেন্ট সাজিয়ে ওমরায় পাঠানোর নামে ২ লাখ ৪৫ হাজার টাকা আত্মসাৎ

April 27, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ভুয়া হজ্জ্ব এজেন্ট সাজিয়ে ওমরায় পাঠানোর নামে ২ লাখ ৪৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ। সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের হাজী আব্দুল শহীদ চৌধুরী (৭০) ও হাজী মিনারা বেগম (৬০) লিখিত অভিযোগে জানান। ২০১৬ সালের নভেম্বর মাসে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে মৌলভীবাজার শহরের ওয়াপদা সড়কের রঘুনন্দনপুরের হাজী কাপ্তান মিয়া পিতা মৃত আব্দুস ছত্তার মোবাইলঃ ০১৭২৭০৭০৯৯২, ০১৭১২১৯৫৮৪৯ এবং নাসির মিয়া পিতা মৃত মোবারক মিয়া সাথে ১৫ দিনের প্যাকেজ ওমরায় পাঠানোর চুক্তি হয়। এরই আলোকে ১৫/১১/১৬ইং তারিখে আব্দুস শহীদ ও মিনারা বেগম পাসপোর্ট, ফটো, ও নগদ ১ লাখ ৪৫ হাজার এবং উত্তরা ব্যাংক মৌলভীবাজার, সাইফুর রহমান সড়ক শাখার চেক নং ৫৩০৭৬৬৫ চেক মূলে ১লাখ টাকা মোট ২ লাখ ৪৫ হাজার টাকা প্রদান করেন। কিন্তু দীর্ঘ ৬ মাস তাদেরকে উমরায় পাঠানো হবে হচ্ছে করে সময় ক্ষেপন করে কাপ্তান মিয়া ও তার সহযোগী মোবারক মিয়া। শেষাবধী অতিষ্ট হয়ে তারা পাসপোর্ট ও টাকা ফেরৎ চান কিন্তু টাকা ফেরৎ না দিয়ে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করত চরম হয়রানি করা হচ্ছে। খোজ নিয়ে জানাযায় কাপ্তান মিয়া ও মোবারক মিয়ার কোন অনুমোদিত ট্রাভেল এজেন্সী নেই। অথচ তারা ট্রাভেল এজেন্সী মালিক প্রচার করে সহজ সরল লোকদেরকে উমরা ও হজ্জ্বে পাঠানোর নামে দীর্ঘদিন ধরে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছে। আব্দুস শহীদ ও মিনারা বেগম ১৩/০৩/১৭ইং মৌলভীবাজার সদর মডেল থানায় কাপ্তান মিয়া ও নাসির মিয়ার বিরোদ্ধে অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে জানার জন্য কাপ্তান মিয়া ও নাসির মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কোন সংযোগ পাওয়া যায় না।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com