ভোক্তা-অধিকার অধিদপ্তর ও র‌্যাব এর যৌথ অভিযান

September 7, 2021,

স্টাফ রিপোর্টার॥ ভোক্তা অধিকার মৌলভীবাজার কার্যালয়ের উদ্যোগে অভিযান হয়েছে। ৭ সেপ্টেম্বর মঙ্গলবার মৌলভীবাজার সদর উপজেলার শমসেরনগর রোড, শাহ মোস্তফা কলেজ রোড, চৌমুহনাসহ বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন ও ইন্সপেক্টর মোঃ ইকবাল পারভেজ এর যৌথ নেতৃত্বে অভিযানে র‌্যাব-৯ এর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
তদারকি অভিযানে হাসপাতালের ফ্রিজে কাঁচা মাছ। মাংসের সাথে ঔষধ সংরক্ষণ করা। মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফ্রিজে সংরক্ষণ করা। সেবার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা। মিষ্টির মধ্যে মাছি থাকা।
খাদ্য পণ্যে পোড়া তেল ব্যবহার করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমসেরনগর রোডের ইউনিক প্রাইভেট হাসপাতালকে ১০ হাজার টাকা ও অপর একটি প্রতিষ্ঠনকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ আকাশ রায় এবং জেলা স্যানিটারী ইন্সপেক্টর দীপংকর ব্রহ্মচারী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com