ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক বাজার তদারকি অভিযান

August 12, 2018,

স্টাফ রিপোর্টার॥ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে রোববার ১২ আগষ্ট বড়লেখা উপজেলার মাধবকুন্ড এলাকায় অভিযান পরিচালিত হয়। যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, হোটেলে নোংরা পরিবেশে খাদ্য তৈরি করা, মেয়াদ উর্ত্তীণ খাদ্য পণ্য বিক্রয় করা, খাদ্যপন্যের প্যাকেটের গায়ে নির্ধারিত মূল্য লেখা না থাকা, খাদ্যপন্যের অতিরিক্ত দাম নেওয়াসহ বিভিন্ন অপরাধে গ্রামীণ রেষ্টুরেন্টকে ৫ শত টাকা, খাদ্যপ্রাণকে ১ হাজার ৫ শত টাকা, নাদিয়া ষ্টোরকে ৫ শত টাকা, জামাল উদ্দিন ষ্টোরকে ৫ শত টাকাসহ মোট ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন মাধবকুন্ড এলাকার ট্যুরিস্ট  পুলিশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com