ভয়াবহ সঙ্কট উত্তরণের জন্য সবাইকে কুরআনের দিকে ফিরে আসতে হবে-অধ্যাপক আব্দুস সবুর
এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গল পৌর খেলাফত মজলিসের ইফতার মাহফিলে মৌলভীবাজার জেলা খেলাফত মজলিস সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুস সবুর বলেছেন-রমজান প্রতি বছর আমাদের মাঝে আসবে। কিছু মানুষ এই রমজান থেকে শিক্ষা নিয়ে সফল হবে আর কিছু মানুষ ব্যর্থ হবে। তাকওয়া ও খোদাভীতি অর্জনের মাধ্যমে আমাদেরকে সফল মানুষের কাতারে থাকতে হবে। নামাজ রোজার মত দ্বীন প্রতিষ্ঠার কাজ করাও আমাদের উপর ফরজ। আর রমজান হলো দ্বীন প্রতিষ্ঠার কাজের জন্য যে গুনাবলী দরকার সেই গুনাবলী অর্জনের মাস। তাই রমজান থেকে আমাদেরকে তাকওয়ার গুনাবলী অর্জন করতে হবে।
তিনি আরও বলেন-মাহে রমজানের উদ্দেশ্য হলো আল্লাহর ভয় তথা তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জনকারীদের কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন তথা দ্বীন কায়েমের চেষ্টা করা। এ মাস কুরআন নাজিলের মাস। কোরআন হচ্ছে হক ও বাতিলের পার্থক্যকারী। বর্তমান দেশের ভয়াবহ সঙ্কট উত্তরণের জন্য সবাইকে কুরআনের দিকে ফিরে আসতে হবে।
শ্রীমঙ্গলের সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে খেলাফত মজলিস শ্রীমঙ্গল পৌর শাখার উদ্যোগে ৯ জুন শুক্রবার বিকালে ১৩ রমজান ভানুগাছ রোডস্থ পাঁচ ভাই রেস্টুরেন্টে ইফতার মাহফিলের আয়োজন করে।
শ্রীমঙ্গল পৌর খেলাফত মজলিস সভাপতি মাওলানা এমএ রহীম নোমানীর সভাপতিত্বে ও সেক্রেটারি আলহাজ খলিলুর রহমান শেরওয়ানের পরিচালনায় ইফতারপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তৃতা করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, মৌলভীবাজার জেলা খেলাফত মজলিস সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুস সবুর।
বিশেষ অতিথির বক্তৃতা করেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ এএসএম ইয়াহইয়া, শ্রীমঙ্গল প্রেসক্লাব সেক্রেটারি এম ইদ্রিস আলী, খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা সহসভাপতি অধ্যাপক ফির”জুল ইসলাম চৌধুরী, খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলী প্রমুখ।
শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহইয়া বলেন-সিয়াম সাধনার মাস হচ্ছে পবিত্র মাহে রমজান। এই মাহে রমজান থেকে আমাদেরকে আত্মনিয়ন্ত্রনের শিক্ষা ও তাকওয়া অর্জন করতে হবে।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সেক্রেটারি এম ইদ্রিস আলী বলেন-আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের মাসেও এদেশের জনগনের নাভিশ্বাস উঠেছে। দ্রব্যমূল্যের উর্ধবগতি গরীব-অসহায় মানুষের জীবন যাত্রার মান সর্বনিন্ম পর্যায়ে নেমে গেছে। রমজানের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাব, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতিসহ খেলাফত মজলিস এবং ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দমৌলভীবাজারে বন্যা কমলেও বাড়ছে জনদুর্ভোগ
মন্তব্য করুন