মখলিছুর রহমান কলেজের মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের আলহাজ্ব মখলিছুর রহমান ডিগ্রী কলেজের ৪৫ তম বিজয় দিবস উপলক্ষে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর শুক্রবার থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও প্রভাষক নিরুপম দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক বিৃটিশ কাউন্সিলর আলহাজ্ব এম এ রহিম (সি.আই.পি)। বিশেষ অতিথি ছিলেন কলেজের আজীবন দাতা সদস্য মুজিবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক অর্ধেন্দু বিকাশ দেব, কাকলী ভট্রাচার্য্য, আব্দুল্লাহ আল ফারুক। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগীতার পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্তব্য করুন