মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান করলেন ইসলাম উদ্দিন
February 5, 2019,

এইচ ডি রুবেল॥ আর্থিক অনুদান প্রদান করলেন,বিশিষ্ট শিক্ষাবিদ,সমাজসেবক,দানবীর ও অরাজনৈতিক হিসেবে পরিচিত যুক্তরাজ্য প্রবাসী আই.এম.আই ট্রাষ্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইসলাম উদ্দিন কুলাউড়া দেখিয়ারপুর রোডস্হ “মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসায়” নগদ দুইলক্ষ তিরিশ হাজার টাকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা নির্মান সদস্য রফিকুল ইসলাম মামুন,ইকবাল হোসেন সুমন, মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাদক্ষ মোঃ মুর্সেদ আলম, আব্দুল ওয়াহিদ,সাংবাদিক এইচ ডি রুবেল মাদ্রাসার ভুমিদাতা মওলানা কামরুল ইসলাম, ব্যবসায়ি পারভেজ আহমদ প্রমুখ।
মন্তব্য করুন