মানব সেবায় শ্রীমঙ্গল রোটারী ক্লাব
November 23, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলা সাতগাঁও ইউনিয়নের দেবীপুর জামসী গ্রামের মৃত মিঠাই লাল রবিদাশ এর স্ত্রী ময়না রবিদাশ রোটারী ক্লাব মেয়ের বিবাহ উপলক্ষে সাহায্য চেয়ে একটি দরখাস্থ করেন। দরখাস্থ পেয়ে রোটারী ক্লাব দরিদ্র পরিবারকে সহায়তার উদ্যোগ নেন। মৃত মিঠাই লাল রবিদাশ এর মেয়ে জয়ন্তী রানী রবিদাশ এর বিবাহ উপলক্ষে রোটারী ক্লাব অব শ্রীমঙ্গল আর্থিক সহযোগিতা করেছেন।
২৩ নভেম্বর সেমাববার সকাল ১১ ঘটিকায় রোটারী কমপ্লেক্সে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মিঠন পাল, রোটারিয়ান অবিনাশ আচায্য, রোটারিয়ান সাজ্জাদুর রহমান চৌধুরী, রোটারিয়ান লিটন পাল উপস্থিত থেকে জয়ন্তী রানী রবিদাসের মায়ের হাতে নগদ অর্থ তুলে দেন। রোটারী ক্লাব অব শ্রীমঙ্গল প্রতিষ্ঠার পর হতে বিভিন্ন সময়ে মানবসেবায় কাজ করে যাচ্ছেন।
মন্তব্য করুন