মানুষ মানুষের জন্য অসুস্থ নিজাম ও এলাছুনের পাশে হৃদয়ে রাজনগর

রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজারের রাজনগরে অসুস্থ নিজাম মিয়া ও এলাছুন বেগম কে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। ৭ ডিসেম্বর শুক্রবার বিকেলে রাজনগর উপজেলার হোয়াটসঅ্যাপ বিত্তিক সামাজিক সংগঠন ‘হৃদয়ে রাজনগর সামাজিক সংস্থা’ উভয়কে নগদ অর্থ প্রদান করে। উপজেলার ফতেপুর ইউনিয়নের সাদাপুর গ্রামের অসুস্থ নিজাম মিয়া ও উত্তরভাগ ইউনিয়নের গালিমপুর গ্রামের অসুস্থ এলাছুন বেগমের কাছে নগদ তেইশ হাজার টাকা হস্তান্তর করে সংস্থার সদস্যরা। অর্থ প্রদানে উপস্থিত ছিলেন সংস্থার প্রবাসী সদস্য আব্দুর রশিদ চৌধুরী, মো. মকবুল আহমদ, সংস্থা প্রতিনিধি সাংবাদিক আহমদউর রহমান ইমরান, সহকারী সংস্থা প্রতিনিধি ছালিক আহমদ, ইউনিয়ন প্রতিনিধি আক্তার হোসেন, অলিউর রহমান, বেলাল হোসেন চৌধুরী, শামসুল ইসলাম শাকিল, রিয়াজুল ইসলাম, টিপু আহমদ, শামসুল ইসলাম, হাসান আহমদ, প্রমূখ। অর্থ প্রদানের পর প্রতিনিধি অলিউর রহমানের বাড়িতে প্রবাসী সদস্য আব্দুর রশিদ চৌধুরী, মকবুল আহমদ ও টেক্কা খান কে সম্মাননা স্মারক প্রদান করেন সংস্থার প্রতিনিধিবৃন্দ।
সংস্থা সূত্রে জানা যায়, হৃদয়ে রাজনগর সামাজিক সংস্থার উদ্যোগে যে কয়টি কাজ করা হয় তার মধ্যে জঠিল রোগে আক্রান্ত রোগিদের পাশে দাঁড়ানো অন্যতম। জঠিল রোগে আক্রান্তদের কে সংস্থার পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হয়। নিজাম মিয়া ও এলাছুন বেগম অসুস্থ জেনে সংস্থার স্থানীয় প্রতিনিধিরা তাদের খুঁজ-খবর নিয়ে তা সংস্থার হোয়াটসঅ্যাপ গ্রুপে আলাপ-আলোচন্ করে তাদের জন্য তেইশ হাজার টাকা কালেকশন করে। সেই টাকা শুক্রবার তাদের উভয়ের বাড়িতে গিয়ে তাদের হাতে হস্তান্তর করা হয়। এটি সংস্থার তেইশ তম অনুদান প্রদান। আরো জানা যায়, হৃদয়ে রাজনগর সামাজিক সংস্থা একটি সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর একটি সংস্থা। সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ-এ সংস্থার নামে একটি গ্রুপ রয়েছে। গ্রুপে প্রবাসী বাংলাদেশি ছাড়াও দেশের দুই শতাধিক সদস্য রয়েছেন। যে কোন উদ্যোগকে সামনে রেখে এ সংস্থার সদস্যরা সংস্থার গ্রুপে আলোচনার মাধ্যমে নির্ধারিত সময়ে টাকা সংগ্রহ করে নির্ধারিত ব্যক্তিকে দেয়া হয়। এর আগেও কন্যাদায়গ্রস্ত, মেধাবী শিক্ষার্থী, বন্যার্থ, রমজানে খাদ্য সামগ্রী বিতরন সহ অসচ্ছল রোগীকে চিকিৎসার জন্য নগদ অর্থ দেয়া হয়েছে।
মন্তব্য করুন