মাস্ক পরিধান নিশ্চিতে জুড়ীতে তিনদিনে ৯৮ মামলা

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলার জুড়ীতে মাস্ক পরিধান নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে।
২২ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ৩ দিনে মোবাইল কোর্ট ৯৮ টি মামলা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে। জুড়ী শহরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধে বিগত তিন দিনে যারা মাস্ক ব্যবহার করছেন না তাদেরকে ২৬৯ ও ২৯১ ধারা মোতাবেক মোট ৯৮ টি মামলায় ১৬০৫০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি মামলায় ৫০০০০ টাকা, সড়ক ও পরিবহন আইন ২০১৮ এ ১ টি মামলায় ১৪০০ টাকা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরোও একটি মামলায় ৫০০০ টাকা সহ সর্বমোট ৭২৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়।উপজেলা নির্বাহী অফিসারের পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান ও অভিযান পরিচালনা করেন।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল-ইমরান রুহুল ইসলাম বলেন, করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মাস্ক পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এই অভিযান চলমান থাকবে। মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে জনসাধারণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করার প্রচেষ্টাও চলমান রয়েছে।
মন্তব্য করুন