মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে মৌলভীবাজারে বসছে চেকপোস্ট

স্টাফ রিপোর্টার॥ প্রবাসী,পর্যটন ও সীমান্তবর্তী এ জেলায় ঈদের পর থেকে হঠাৎ করে করোনার সক্রমণ বেড়ে চলায় স্বাস্থ্যবিধি মানতে কঠোর হচ্ছে প্রশাসন।
১০ জুন বৃহস্পতিবার বিকেলে জেলা শহরে জেলা প্রশাসন ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাস্টিজ এর পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানতে ও মাস্ক পরিধান করতে মাইকিং করা হচ্ছে। উপজেলা পর্যায়েও এমন প্রচারণা চালিয়ে জনসাধারণকে সচতেন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায় গেল ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৯ জন। মারা গেছেন ১ জন। এমন অবস্থায় জরুরী সভা করেছে জেলা কোভিড কমিটি।
সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক ব্যবহার নিশ্চিতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন, জনসমাগমপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা, স্বাস্থ্য সচেতনতায় প্রচারণাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।
সভায় জানানো হয় ঈদের পর থেকে জেলায় করোনায় আক্রান্ত রোগির পরিসংখ্যান বাড়ছেই। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিতে জেলা সদরসহ সব উপজেলায় চেকপোস্ট বসিয়ে তদারকি করা হবে। সকল সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এ সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ১৭ জুন পর্যন্ত এসব কার্যক্রম চলবে। পরে অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
তাছাড়া সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করে মাস্ক ব্যবহার নিশ্চিতে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। ছাত্র ও যুবকদের মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে প্রচার-প্রচারণা আরও সমন্বয় জোরদার করা হবে।
এছাড়া উপজেলা পর্যায়ে করোনা পরীক্ষা বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কাননগো, জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদসহ কমিটির সদস্যরা।
মন্তব্য করুন