মায়ের সাথে অভিমান করে বিষপানে ছেলের আত্মহত্যা

July 24, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে মায়ের সাথে অভিমান করে হেলাল উদ্দিন (২৭) নামে এক যুবক বিষপানে আত্নহত্যা করেছে।
শুক্রবার ২৩ জুলাই উপজেলার মাধবপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে নিজ বাড়িতে বিষপান করে হেলাল। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শনিবার ২৪ জুলাই তার মৃত্যু হয়েছে। হেলাল বনগাঁও গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে।
হেলালের বড় ভাই জামাল মিয়া বলেন, ঈদের পরের দিন সে ঘুমিয়ে পড়ে। মা ভাত বেড়ে না রাখায় ঘুম থেকে উঠে ভাত বাড়া না পেয়ে মায়ের সাথে ঝগড়া করে এক পর্যায়ে অভিমানে কীটনাশক পান করে। পরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ও পরে সিলেট একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, এ ধরণের কোন খবর তাদেরকে কেউ জানায়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com