মিডিয়ার মাধ্যমে জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে হবে -ইকবাল সোবহান চৌধুরী

April 26, 2017,

স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ও ডিবিসি নিউজ চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দেশের শত্রু, সমাজের শত্রু। এদেরকে প্রতিহত করতে হবে। তাদের নেতিবাচক কর্মকান্ড সম্পর্কে সজাগ থাকতে হবে। জঙ্গিদের দেশ ও সমাজবিরোধী কর্মকান্ড যথাযথভাবে মিডিয়ায় নিয়ে আসতে হবে। এর মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে। তাদের অপতৎপরতা রুখতে সমাজের সকল শ্রেণির মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একাত্তরে দেশকে স্বাধীন করা হয়েছিল। বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসাবে রুপান্তরিত করা হচ্ছে। তথ্য প্রযুক্তিতে দেশ ক্রমশ এগিয়ে যাচ্ছে। মানুষের দোরগোড়ায় ই-সেবা সেবা পৌছে দিতে কাজ করছে বর্তমান সরকার।
গতকাল বুধবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইস্টার্ন কমিউনিকেশন্স এর উদ্যোগে পাঁচ তারকা মানের হোটেল গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ এর নওমি মঞ্জিলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি একথাগুলো বলেন।
মৌলভীবাজার-হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া এ তিন জেলার ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ীদের সংগঠন ইস্টার্ন কমিউনিকেশন্স এর কর্মকর্তাদের সাথে ডিবিসি নিউজ চ্যানেল কর্তৃপক্ষ সম্প্রচার বিষয়ক আলোচনা সম্পন্ন হয়। এখন থেকে এই তিন জেলায় ডিবিসি নিউজ চ্যানেল দেখা যাবে।


ইস্টার্ন কমিউনিকেশন্স এর আহবায়ক হাসান আহমেদ জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ.লীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যাপক রফিকুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ারুল হক, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু, ডিবিসি নিউজ চ্যানেলের সিইও মঞ্জুরুল ইসলাম, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, মৌলভীবাজার টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, ইস্টার্ন কমিউনিকেশনের সদস্য সচিব নাজমুল আনাম খান তুহিন, ইস্টার্ন কমিউনিকেশন্সের পরিচালক শওকত হাসান খান এলিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com