মিশনে যাওয়া হলনা সেনা সদস্য সাইফুর রহমানের

May 22, 2023,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর চৌমুহনীতে সোমবার দুপুর ১টায় মোঃ সাইফুর রহমান খান নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।

নিহত সেনা সদস্য গোলেরহাওয় গ্রামের মোঃ আব্দুস সোবহান খান এর ছেলে। ২৩ মে তিনি মিশনে যাওয়ার কথা ছিল। তিনি মুসলিম মণিপুরি সম্প্রদায়ের এক যুবক।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দুপুরে সেনা সদস্য সাইফুর রহমান ও তার বন্ধু গফফারকে নিয়ে মোটরসাইকেল যোগে গোলেরহাওরস্থ নিজ বাড়িতে যাচ্ছিলেন। গোলেরহাওর চৌমুহনী এলাকায় পৌছলে পিছন থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা মোটরসাইলকে ধাক্কা দিলে রাস্তার পাশে থাকা খুঁটির ধাক্কা লাগলে সাইফুর রহমান গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে সেখান থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হলে রাস্তায় মারা যান সেনা সদস্য সাইফুর।

ইসলামপুর ইউপি চেয়ারম্যান সোলেমান মিয়া জানান, মোঃ সাইফুর রহমান খান টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে কর্মরত ছিল।গত ১৯ মে ৫দিনের ছুটি নিয়ে বাড়িতে পরিবারের সদস্যদের সাথে স্বাক্ষাত করতে এসেছিল।

মঙ্গলবার ২৩ মে তিনি মিশনে সুদানে যাওয়ার কথা ছিল। নিহত সেনা সদস্য সাইফুর রহমান এক সন্তানের জনক। কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃত্যুর খবর পেয়ে সেনাবাহিনীর লোকজন তাকে সিলেটে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয়।

ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি

কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে

মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে

মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com