মেডিকেল অ্যাসিসটেন্ট স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
April 16, 2017,
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
১৬ এপ্রিল দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায় ডা. পার্থ সারথি দত্ত কানুনগো প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন জঙ্গিবাদমুক্ত একটি মানবিক বাংলাদেশ গঠনে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান। একই সাথে চিকিৎসকদের মানবিক মূল্যবোধ নিয়ে সাধারণ মানুষের চিকিৎসা সেবা দেওয়ার অনুরোধ করেন।
মন্তব্য করুন