মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রি করায় কমলগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

January 12, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রি করা, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার ১শ’ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ১১ জানুয়ারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমীন কমলগঞ্জের শমশেরনগর বাজারে দোকান মনিটরিংকালে এই জরিমানা করেন।
অভিযানে শমশেরনগর বাজারের জেবিএল ফার্ম্মেসীকে ১ হাজার ৫ শত টাকা, নূরজাহান ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা ও রাজমহলকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। জেলা ভোক্তা অধিকার সহকারী পরিচালক বাজারে পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাঁচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ও নিম্নমানের সংক্রমণরোধী জীবানুনাশক বিক্রয় না করতে পারেন সে লক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রম চলছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমীন তিন প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার ৫ শত টাকা জরিমানার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com