মোটরসাইকেলের কাগজ ও হেলমেট না থাকায় ১৫ জনকে জরিমানা
June 1, 2024,
এস আর অনি চৌধুরী॥ কুলাউড়ায় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ১৫ জন মোটরসাইকেল চালককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার ৩১ মে বিকেলে পৌর শহর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী ইউএনও মহিউদ্দিন বলেন, লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো অপরাধ ও ঝুঁকিপূর্ণ। শুক্রবার বিকেলে পৌর শহর এলাকায় অভিযান পরিচালনা করে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন-২০১৮ ধারায় ১৫ জনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযান পরিচালনাকালে তাকে সহযোগিতা করেন কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র রায়।
মন্তব্য করুন