মৌলভীবাজারের চোখের যতœ ও অন্ধত্ব প্রতিরোধ বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার॥ স্বাস্থ্য শিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তর কর্র্তৃক আয়োজিত এবং প্যাক বাংলাদেশ কনসালটিং ফার্ম (প্যাকেজনং ০৩) এর সহযোগিতায় চোখের যতœ ও অন্ধত্ব প্রতিরোধ বিষয়ক ও প্রচারাভিযান এর লক্ষ্যে এ্যাডভোকেসি সভা ১৮ এপ্রিল সোমবার সকালে রাজনগর উপজেলা হেলথ্ কমপ্লেক্স ও ৬নং টেংরা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। রাজনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশ এর সভাপতিত্বে এবং রিসোর্সপাসন ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন। এডভোকেসি সভায় বক্তব্য রাখেন এইচ আই সুনিল চক্রবর্তী,দিপঙ্কর ব্রম্মচারি প্রমুখ। অনুষ্ঠানে এনজিও প্রতিনিধি,স্বাস্থ্যকর্মীগন,ইমাম ও জনপ্রতিনিধি গনসহ ৩০জন উপস্থিত ছিলেন।
এ দিকে ১৭ এপ্রিল রবিবার উপজেলা হেলথ্ কমপ্লেক্স সদর ও ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিনেন্দু ভৌমিক এর সভাপতিত্বে এবং রিসোর্সপাসন ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন। এডভোকেসি সভা ও প্রচার অভিযান অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্যনেটারি ইন্সিপেক্টর শেখর পাল,পরিসংখ্যানবিদ হাফছা খানম চৌধুরী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ।
মন্তব্য করুন