মৌলভীবাজারের প্রত্যয় NTV তে রিয়েলিটি শো ফাইনাল রাউন্ডে, প্রয়োজন SMS

July 26, 2021,

স্টাফ রিপোর্টার॥ ইন্টারন্যশনাল টেলিভিশন চ্যানেল লিঃ NTV এর রিয়েলিটি শো জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভায় মৌলভীবাজারের ছেলে প্রত্যয় ফাইনাল রাউন্ডে। এখন চলছে SMS পর্ব। চূড়ান্ত বিজয়ী হতে প্রত্যয়ের প্রয়োজন প্রচুর SMS. ভোট গ্রহনের সময় (SMS) ১৭ জুলাই রাত সাড়ে ৯ টা থেকে ২৯ জুলাই রাত ১২ টা পর্যন্ত। তাকে বিজয়ী করার জন্য প্রচুর SMS করতে তার পরিবার ও প্রত্যয়  নিজে মৌলভীবাজারসহ সিলেটবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন। SMS পাঠানোর নিয়ম মোবাইলের SMS অপসনে গিয়ে লিখুন GPH <Space> 5016 Send 26969

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com