মৌলভীবাজারের বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত

April 25, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে। চিরতরে ম্যালেরিয়া হোক অবসান, এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর,জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি ও র্ব্যাক স্বাস্থ্য কর্মসূচি,জেলা প্রশাসন এবং সচেতন সাহায্য সংস্থার এর যৌথ আয়োজনে ২৫ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সিভিল সার্জনের কার্য্যালয় প্রাঙ্গন থেকে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্ঠা ও বি,এম,আর,সির চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী,কবি শাহানা পারভিন,২৫০শর্য্যা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ পার্থ সারথী দত্ত কানুগো, ডাঃ এ,কে জিল্লুল হক,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল। বক্তব্য রাখেন স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির, ব্র্যাক জেলা প্রতিিিনধি আরিফুর রহমান,মোশারফ হোসেন,সুলতানা আকতার,সচেতন সাহায্য সংস্থার উপজেলা কর্মকর্তা জয়নাল আবেদীন,নাটাব সম্পাদক এডভোকেট আবু তাহের  প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com