মৌলভীবাজারের বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়েছে। চিরতরে ম্যালেরিয়া হোক অবসান, এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর,জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি ও র্ব্যাক স্বাস্থ্য কর্মসূচি,জেলা প্রশাসন এবং সচেতন সাহায্য সংস্থার এর যৌথ আয়োজনে ২৫ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সিভিল সার্জনের কার্য্যালয় প্রাঙ্গন থেকে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্ঠা ও বি,এম,আর,সির চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী,কবি শাহানা পারভিন,২৫০শর্য্যা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ পার্থ সারথী দত্ত কানুগো, ডাঃ এ,কে জিল্লুল হক,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল। বক্তব্য রাখেন স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির, ব্র্যাক জেলা প্রতিিিনধি আরিফুর রহমান,মোশারফ হোসেন,সুলতানা আকতার,সচেতন সাহায্য সংস্থার উপজেলা কর্মকর্তা জয়নাল আবেদীন,নাটাব সম্পাদক এডভোকেট আবু তাহের প্রমুখ।
মন্তব্য করুন